Tuesday, September 24, 2013

"প্রিয় রুদ্র" - তসলিমার লেখা চিঠি, রুদ্রকে।


"প্রিয় রুদ্র" তসলিমার লেখা চিঠি, রুদ্রকে। এটা তিনি লেখেন রুদ্র 'আকাশের ঠিকানায়' পাকাপাকি ভাবে চলে যাবার পরে। বলা যায় এটা রুদ্র'র "আমার ভিতর ও বাহিরে" চিঠির উত্তর। "আমার ভিতর ও বাহিরে" আমার প্রিয় প্রেমের কবিতাগুলির মধ্যে অন্যতম প্রধান। কবিতাটি যারা পড়েছেন, যারা গানটি শুনেছেন, যারা রুদ্র মহম্মদ শাহিদুল্লাহকে চেনেন, তারা জানেন এটা কেন অনন্য । আমি জানতাম এটা রুদ্রের লেখা শেষ চিঠি, তসলিমাকে। শুনেছিলাম এটা রুদ্রের সুইসাইড নোট, যেমন জন ডেনভারের "You fill up my senses", তার ছেরে যাওয়া স্ত্রীকে। নতুন করে জানলাম অনেক, যা জানতাম না আগে। রুদ্রের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তো ছিলই, আছে, থাকবে। পারলে দু'টো চিঠি মিলিয়ে পড়বেন। আহা! মানুষ মানুষকে এতটাও ভালোবাসতে পারে। কথাটা শুনে পাগলামো মনে হতে পারে, কিন্তু সত্যি এ দু'টো মিলিয়ে পড়লে হয়তো আপনিও রুদ্র-তসলিমার বিচ্ছেদ বেদনায় যন্ত্রণা পাবেন। আমি পাই। মানুষ তো মানুষের বেদনায় যন্ত্রণা পাবে। আমার এক বন্ধু যে রুদ্রকে ভালোবাসে, সে এটা শুনে বলেছিল 'প্রিয় রুদ্র' রুদ্রের বিপ্লবী জীবনকে চিত্রিত করতে পারেনি। কথাটার সাথে আমিও অসহমত নই। কিন্তু যদি তসলিমা এটা লিখে থাকেন তার ব্যক্তিগত বিচ্ছেদ বেদনা থেকে, তাতেও এটার গুরুত্ব কোনও ভাবে কমে না বলেই আমার ধারণা। এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি আমরা, যখন আমাদের চারপাশে সত্যি বলতে কি ভালোবাসা ব্যাপারটাই উধাও। মানুষ তার সঙ্গী-সঙ্গিনী নির্বাচন করে মনের তাগিদে নয়, অর্থ, সামাজিক অবস্থান ও অন্যান্য পণ্যায়িত বিষয় সমূহের নিরিখে। এ সময়ে যদি এ গান, এ কবিতা আমাদের পণ্যায়িত মনে এতটুকু অন্য বাতাস বইয়ে দিতে পারে, তাই বা কম কি?

http://www.youtube.com/watch?v=MQInOaSUZHM

Tuesday, August 31, 2010

কবি রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্ প্রতি শ্রদ্ধার্ঘ্য

রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্ (১৯৫৬-১৯৯১) এক বিপ্লবী বাঙালি কবি ।হয়তো কবি মাত্রই বিদ্রোহী হন !বিদ্রোহী মাত্রই কবি !এ নিয়ে বিতর্ক চলতে পারে ,চলুক,ক্ষতি নেই তাতে। রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্'র বিদ্রোহের কবিতা,ভালোবাসার কবিতা,বেদনার কবিতা,বাঙালির হৃদয় জুড়ে নেয় ,জুড়ে দেয় বড় সহজে।গোটা জীবন তিনি অসহনীয় যাতনা ভোগ করেছেন, বোধহয় তাই তার রচনা হৃদয়ের প্রতিটি তন্ত্রিকে এত নিখুঁত ভাবে চেনে।কবীর সুমন একবার 'আমার ভিতর ও বাহিরে' গানটির সম্পর্কে বলেছিলেন --" এটা দুই দেশের বাঙালির জাতীয় সঙ্গীতে পরিনত হয়েছে "। ব্লগ পাঠকদের কাছে অনুরোধ,আপনারা কবি রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্ সম্পর্কে যে যতটা জানেন,তা আমাদের সাথে ভাগ করে নিন।আমরা উপকৃত হবো। সমৃদ্ধ হবো।কবি রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্ প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারবো।
রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্
রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্'র শ্রেষ্ঠ কিছু কবিতা দেওয়া আছে ব্লগের চতুর্থ পাতায়...