রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্ (১৯৫৬-১৯৯১) এক বিপ্লবী বাঙালি কবি ।হয়তো কবি মাত্রই বিদ্রোহী হন !বিদ্রোহী মাত্রই কবি !এ নিয়ে বিতর্ক চলতে পারে ,চলুক,ক্ষতি নেই তাতে। রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্'র বিদ্রোহের কবিতা,ভালোবাসার কবিতা,বেদনার কবিতা,বাঙালির হৃদয় জুড়ে নেয় ,জুড়ে দেয় বড় সহজে।গোটা জীবন তিনি অসহনীয় যাতনা ভোগ করেছেন, বোধহয় তাই তার রচনা হৃদয়ের প্রতিটি তন্ত্রিকে এত নিখুঁত ভাবে চেনে।কবীর সুমন একবার 'আমার ভিতর ও বাহিরে' গানটির সম্পর্কে বলেছিলেন --" এটা দুই দেশের বাঙালির জাতীয় সঙ্গীতে পরিনত হয়েছে "। ব্লগ পাঠকদের কাছে অনুরোধ,আপনারা কবি রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্ সম্পর্কে যে যতটা জানেন,তা আমাদের সাথে ভাগ করে নিন।আমরা উপকৃত হবো। সমৃদ্ধ হবো।কবি রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্ প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারবো।
রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্ রুদ্র মহম্মদ শাহিদুল্লাহ্'র শ্রেষ্ঠ কিছু কবিতা দেওয়া আছে ব্লগের চতুর্থ পাতায়... |